অনলাইন ডেস্কঃ রাস্তায় আবর্জনা ও ময়লা পানি ফেলার কারণে হান্ডি রেষ্টুরেন্ট কতৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রতিষ্ঠানটিকে এ দণ্ড দেন।
আরও পড়ুন ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে চসিক, অনিয়ম পেলেই দণ্ড
প্রসঙ্গত, ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’ অনুযায়ী সড়ক, ড্রেন বা পানিতে বর্জ্য ফেললে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
আইনটিতে আরো উল্লেখ রয়েছে- দোকান, রেস্টুরেন্ট, হোটেল, মার্কেট, কমিউনিটি সেন্টার ও অন্যান্য আবাসিক, বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা জমা করে নির্ধারিত জায়গায় ফেলা নিশ্চিত করতে হবে।
Leave a Reply