বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা । গতকাল ৩০ সেপ্টেম্বর বিকালে গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালিটি গাছবাড়ীয়া সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে চন্দনাইশ সদর শাহ আমিন উল্লাহ (রহঃ) মাজার প্রাঙ্গনে শেষ হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি কমর উদ্দিন সবুর, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, মাও. আবুল কাশেম আনসারী, আলহাজ্ব সিরাজুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মাও. আবদুল গফুর খান, ইদ্রিস চৌধুরী, মোজাম্মেল হক তালুকদার, মাও. সিরাজুল ইসলাম তৈয়বী, এড. মোজাম্মেল হক ফারুকী, শের আলী খান, শাখাওয়াত হোসেন শিবলী, মাস্টার নাজিম উদ্দিন, মোর্শেদুল আলম, সোহেল রানা, মো. আবু তাহের, শরফু উদ্দিন চৌধুরী, সরোয়ার উদ্দিন, সাংবাদিক মো. আরফাত হোসেন, ইলিয়াস কাঞ্চন, মাও. তৌহিদুল ইসলাম, আবু তাহের, এনামুল হক, মাও. রাশেদুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। র্যালিতে অর্ধশতাধিক মোটরবাইক ও যানবাহন অংশ নেয়।