সৈয়দ শিবলী ছাদেক কফিল:
গাউসিয়া কমিটি বাংলাদেশ-চন্দনাইশ উপজেলা শাখার ব্যবস্থাপনায় ৭ অক্টোবর শনিবার বাদে জোহর হতে বরকল ইউনিয়নের পাঠানদন্ডী-সুচিয়া জহির ফিলিং স্টেশন সংলগ্ন ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স এবং পাঠানদন্ডী তাহেরীয়া ছাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসা মাঠে মহিলাদের তালিমি জলসা অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (৫ অক্টোবর) ফয়েজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দরবারে ছিরিকোটের মাশায়েখে হযরাতের বাংলাদেশে শুভাগমনের প্রেক্ষিতে দেশের জনসাধারণ ভুল পথ থেকে সঠিক পথের দিশা পেয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে দরবারে ছিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন, আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃজিঃআ) অসংখ্য পথহারা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে দেশব্যাপী সফর অব্যহত রেখেছে।
৭ অক্টোবর শনিবার অনুষ্ঠেয় রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃজিঃআঃ)। হুজুর কেবলা বাদে মাগরিব পাঠানদন্ডী তাহেরীয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদরাসা মাঠে মহিলাদের পর্দাসহকারে বায়াতের কার্যক্রম পরিচালনা করবেন। সুচিয়া জহির ফিলিং স্টেশন সংলগ্ন ময়দানে হুজুর কিবলা এশার নামাজের ইমামতি করবেন এবং নূরানী তাকরীরসহ বায়াতের কার্যক্রম পরিচালনা করবেন। কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দরবারে ছিরিকোটের ছাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্ (মাঃজিঃআঃ)। কনফারেন্সে সভাপতিত্ব করবেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দীন সবুর। জোহরের নামাজের পর থেকে কনফারেন্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। খতমে কোরআন তেলোয়াত, খতমে গাউসিয়া শরীফ আদায়ের মাধ্যমে কনফারেন্স শুরু হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে হামদ, নাতে রাসুল (স.), গাউসে পাক ও হুজুর কিবলার শানে রচিত মানকাবাত, মিলাদুন্নবী শীর্ষক আলোচনা, দেশের বরেণ্য ওলামায়ে কেরামের বয়ান, মিলাদ-কিয়াম পরিশেষে দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মুনাজাত।
কনফারেন্স সফল করার জন্য ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন, প্রশাসনিক উপ-কমিটি, প্রচার ও প্রকাশনা উপ-কমিটি, দাওয়াত উপ-কমিটি, মিডিয়া উপ-কমিটি, প্যান্ডেল উপ-কমিটি, পুরুষ স্বেচ্ছাসেবক উপ-কমিটি, মহিলা স্বেচ্ছাসেবক উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি, মাঠ সংস্কার উপ-কমিটি, নাত-কেরাত-আজান পরিচালনা কমিটি, ওজুখানা ও ওয়াশরুম উপ-কমিটিসহ ২১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মহিলা প্যান্ডেলে ১৫০ জন মহিলা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কনফারেন্সের জন্য ৩০০ জন স্বেচ্ছাসেবক, ৫০ জন হুজুর কিবলার বিশেষ নিরাপত্তাকর্মী (আনজুমান সিকিউরিটি ফোর্স), ২০ জন পুলিশ কর্মকর্তা নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। মুসল্লীদের ওয়াশরুম, ওজুখানারও সুব্যবস্থা করা হয়েছে।
কনফারেন্সে চন্দনাইশ-সাতকানিয়া আংশিকের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলার ইউএনও, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, চন্দনাইশ পৌরসভা মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, দোহাজারি পৌরসভার মেয়র মুহাম্মদ লোকমান হাকিম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, এসি ল্যান্ডসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কেবিনেট, গাউসিয়া কমিটি কেন্দ্র, জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কনফারেন্সে তাকরীর ও আলোচনা করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, চট্টগ্রাম সোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুন উর রশিদ আশরাফী, প্রবীণ আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামী, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মানবিক টিমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, সোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপ্যাল আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী, জামিরজুরী রজভীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সৈয়দ হাসান আল আজহারী, পশ্চিম এলাহাবাদ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী। হুজুর কেবলার উপস্থিতিতে কনফারেন্স পরিচালনা করবেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রবীন আলেমেদ্বীন আল্লামা অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদুল আলম, হাজী মুহাম্মদ শের আলী খান, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারি, অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম তৈয়বী, মিডিয়া উপ-কমিটির প্রধান সাবেক ছাত্রনেতা এডভোকেট জি এম শাহাদত হোসাইন মানিক প্রমুখ।