অনলাইন ডেস্ক
পতেঙ্গার জেলে পাড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস লিক থেকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে পুরো টিনশেড বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ ফেব্রয়ারি বুধবার রাত ৯ টায় গার্মেন্টস কর্মী পাখি বালা দাশের ঘরে গ্যাস সিলিন্ডার লিক থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেতনের টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পাখি বালা দাশ দাবি করেন প্রায় ৩ লাখ টাকার ক্ষতির সম্মুখীন তিনি। বাকিদের মধ্যে শম্বু দাশ ২ লাখ,রামহরি ও দয়াল দাশ ১ লাখ টাকা করে ক্ষতি হয়েছে বলে জানান। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে সহযোগিতার হাত বাড়াতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দাবি জানান এলাকাবাসী।
ইপিজেড,পতেঙ্গা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুন অর রশিদ চাটগাঁর সংবাদকে বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস লিক থেকে আগুন লাগার ঘটনা ঘটে।