অনলাইন ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে বিদ্যমান গ্যাস সংকটের দ্রুত সমাধান করা হবে। শিগগিরই এ সংকট কেটে যাবে। এছাড়া ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এসময় তিনি বলেন, গ্যাস আমদের একটি বড় চ্যালেঞ্জ। বেশ কিছুদিন ধরে গ্যাসের স্বল্পতা দেখা দিয়েছে। আমরা আশা করছি এ অসুবিধা খুব সাময়িক। প্রচণ্ড শীতের কারণেও গ্যাসের চাপ কিছুটা কমে যায়। আমাদের বড় পরিকল্পনা হলো আগামী মার্চ থেকে আমরা যেন গ্যাস নিরবচ্ছিন্ন রাখতে পারি। সামনে রোজার মাস আসছে সেটা সামনে রেখে এই পরিকল্পনা নেয়া হয়েছে।
আরও পড়ুন এলএনজি সংকটে রপ্তানী কমার আশংকা
নসরুল হামিদ বলেন, জ্বালানিতে সরকারের অগ্রাধিকার হলো নিজেদের গ্যাসক্ষেত্র এক্সপ্লোর করা। এরই মধ্যে বেশ কয়েকটি কূপ খনন করে সফলতা পাওয়া গেছে।
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের পদক্ষেপ হিসেবে ভোলা থেকে সিএনজি গ্যাস আনার প্রক্রিয়া মার্চে শুরু হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ৪৬টি কূপ ২০২৫ সালের মধ্যে খনন করা হবে। এতে এ সময়ের মধ্যে দেশে ৫০০ এসএফটি গ্যাস সরবরাহ বাড়বে।
পেট্রোবাংলা ৫০ বছরের গ্যাস উত্তোলন, সরবরাহ সংক্রান্ত মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান নসরুল হামিদ।
তথ্যসূত্র: বণিক বার্তা