অনলাইন ডেস্কঃ ফ্রোবেল প্লে স্কুলের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে দু’দিনব্যাপী শিক্ষা সম্মেলনের আয়োজন করছে ফ্রোবেল একাডেমি। ‘২১ শতকের শিক্ষা ভাবনা: এবং অন্তর্ভুক্তির এক নবদিগন্ত’ শিরোনামের এই সম্মেলন আগামি শুক্রবার (৭ জুন) থেকে নগরীর নেভী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্মেলনে শ্রোতাদের উদ্দেশে আলোচনা ও বক্তব্য উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন আলোচক ও শিক্ষাবিদ। তাদের মধ্যে ভারত থেকে ৯ জন, ঢাকা থেকে ১৩ জন এবং চট্টগ্রামের ৮ জন বক্তা উপস্থিত থাকার কথা রয়েছে। দু’দিনের আয়োজনে চারটি ওয়ার্কশপ থাকবে এবং একুশ শতকের শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার কৌশল হাতে-কলমে শেখাতে আটটি স্লাইড প্রেজেন্টেশন করা হবে।
আরও পড়ুন চবির সাবেক শিক্ষার্থীদের সম্মেলন, রেজিস্ট্রেশন করুন দ্রুত
সম্মেলনে এখন পর্যন্ত ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত অনলাইনে এ রেজিস্ট্রেশন চালু থাকবে। এতে অংশ নিতে পারবে সব শ্রেণির মানুষ। প্রথম দিন ওয়ার্কশপ শুরু হবে দুপুর ২টায়, চলবে বিকাল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
সম্প্রতি এ বিষয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ফ্রোবেল প্লে স্কুলের অধ্যক্ষ হাওরা তেহসিন জোহাইর জানিয়েছেন, ‘সম্মেলনের লক্ষ্য হলো উদ্ভাবনী শিক্ষার পদ্ধতি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শেখার ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রস্তুত করার বিষয়ে জ্ঞান ভাগ করে নেয়া। সম্মেলনে বক্তারা ২১ শতকে শিক্ষার ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা নিরসনে কার্যকরী কৌশলগুলো অন্বেষণ করবেন এবং কীভাবে সে কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলা যায় সে বিষয়ে করণীয় দিকগুলোর উপর আলোকপাত করবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রোবেল একাডেমির সিইও এবং পরিচালক সাবীন আমির, ফ্রোবেল একাডেমি স্কুল প্রধান নুসরাত খান ও ফ্রোবেল প্লে স্কুলের উপাধ্যক্ষ বাতুল হুসাইন।
তথ্যসূত্র: পূর্বকোণ