আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মুহাম্মদ আরফাত হোসেন:

চট্টগ্রামের চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ (শনিবার) দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু মনসুর মো. নেজামুদ্দিন খালেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, উদ্ভোধক ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম খোকা। বিশেষ অতিথি যথাক্রমে, অধ্যক্ষ শিপ্রা সিকদার, সদস্য আবু বক্কর, মো. মুজিবুর রহমান, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যাপক তকি উদ্দিন ছবকি, অধ্যাপক খায়রুজ্জামান, অধ্যাপক সিরাজদ্দৌলা, অধ্যাপক ইন্দ্রা চৌধুরী, মো. হারুন, পুষ্পেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক হুর নাহার চৌধুরী ও প্রবাকর বড়ুয়া।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, আজ আমাদের খুশির দিন, গর্বের দিন, কারণ আমাদের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা শেষ করার মত নয়। চন্দনাইশ-সাতকানিয়া আংশিক বাসীর ছেলে মেয়েরা স্নাতক শেষ করতে পারলে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে লেখা পড়ায় মনোনিবেশ করে সুন্দর জীবন গঠন করার আহ্বান জানান। মহিলা কলেজটি জাতীয় করণসহ ছাত্রীদের জন্য কলেজ বাস চালু করার বিষয়ে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর