মোহাম্মদ সানিফ চৌধুরী, ফটিকছড়ি
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহ নগর শাহান শাহ সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা, ফ্রি চিকিৎসা, ব্লাড গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ওষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়। সেখানে বিনামূল্যে এই সেবা পেতে ছুটে আসেন অনেক এলাকাবাসী। যার মধ্যে ছিলো ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক, যুবতী, বৃদ্ধা সহ অনেক বয়সের মানুষ।
ফটিকছড়ি সহ শহরের বিভিন্ন এমবিবিএস ডাক্তাররা এই সেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে চিকিৎসা প্রদান করেন৷
ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ ও ব্লাড গ্রুপ নির্ণয়কে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দীন চৌধুরী ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান সহ অনেকেই। সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ ইসকান্দর মির্জা চৌধুরী মাইজভান্ডারী সার্বিক তত্বাবধানে ভূমিকা রাখেন শাহজাদা সৈয়দ সেকান্দর মির্জা চৌধুরী মাইজভান্ডারী। উল্লেখ্য সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজভান্ডারী হলেন বিশ্ব অলি শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারীর ভাগ্নে।