চাটগাঁর সংবাদ ডেস্কঃ শোহাদায়ে কারবালা স্মরণে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধ ও খৎনা ক্যাম্পের আয়োজন করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া।
বুধবার (১৬ আগস্ট) সংগঠনটির পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। আহলে বাইতে রাসূল (দঃ) এর স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে কমিটির গঠনকল্প হতে এই পর্যন্ত মৃত সকল সদস্যদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে বাৎসরিক ফাতেহা করা হয়। সকালের অধিবেশনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাঙ্গামাটিয়া শাখা।
কমিটির সভাপতি মোঃ খোরশেদুল আলম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় শোহাদায়ে কারবালা মাহফিলে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিজানুস সালাম জামে মসজিদের খতীব ড. আল্লামা মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম আজাহারি সাহেব। বিশেষ বক্তা ছিলেন মাদরাসা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী। এসময় আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন কাদের। মোনাজাত পরিচালনা করেন অত্র কমিটির ত্বরিকত বিষয়ক সম্পাদক ও গাউসিয়া হক মনজিলের খাদেম মো. এমদাদ হোসেন।