অনলাইন ডেস্কঃ উপজেলার চরণদ্বীপ দরবার শরীফের সেচ্ছাসেবক সংগঠনের ব্যবস্থাপনায় বড় মিয়া মঞ্জিল প্রাঙ্গণে আগামি ২০ জানুয়ারি (শনিবার) বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করবেন মেডিসিন, শিশু, বাত-ব্যথা, হৃদরোগ এবং ডায়াবেটিস রোগের চিকিৎসক ডা. মাছুম বিল্লাহ ও মেডিসিন, হার্ট, ডায়বেটিস, বাত-ব্যথা, চর্ম ও শিশু রোগের চিকিৎসক ডা. আরিফুর রহমান চৌধুরী।
আরও পড়ুন ঠোঁট-তালু কাটা রোগ: চলছে বিনামূল্যে চিকিৎসা
উল্লেখ্য, উপমহাদেশের আধ্যাত্মবাদী তরিকায়ে মাইজভাণ্ডারীর প্রবর্তক হযরত গাউসূল আযম সৈয়দ আহমদ উল্ল্যাহ (ক.) মাইজভাণ্ডারীর খলিফা গাউসুল আজম হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপির (ক.) বেলায়ত ও বেলাদত বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে বিনামূল্যের এই চিকিৎসা ক্যাম্পের পৃষ্টপোষক পীরে ত্বরিকত মুর্শিদে বরহক হযরত শাহসুফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।