এস এ নয়ন, রাঙ্গুনিয়াঃ রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর খোরশেদ তালুক সরকারি কমিউনিটি ক্লিনিকে মহিলাদের বিনামূল্যে (জরায়ু মুখ ও স্তন ক্যান্সার শণাক্তের পরীক্ষা) ভায়াটেস্টের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পটি পরিদর্শনে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জেলা সমন্বয়কারী কর্মকর্তা শাহরিয়ার আহমেদ ও রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ওয়াহিদ আলম। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক পরিচালক শ্রী মিল্টন চক্রবর্ত্তী ও স্বাস্থ্য সহকারী মো. রবিউল ইসলাম।
আরও পড়ুন কাটগড় জেলে পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
এ প্রসঙ্গে শাহরিয়ার আহমেদ চাটগাঁর সংবাদকে বলেন, ‘জরায়ু মুখ ও স্তন ক্যান্সাররোধ করার লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে প্রত্যেক ইউনিয়নে একটি করে ক্যাম্প তৈরী করে বিনামূল্যে পরীক্ষার করানো হচ্ছে। ৩০ থেকে ৬০ বছরের প্রত্যেক মহিলাদের এই পরীক্ষাটা করানো উচিত।’
জানা গেছে, ভায়াটেস্টের জন্য প্রত্যেক ওয়ার্ডের স্থানীয় কমিউনিটি ক্লিনিকে রোগীর আইডি কার্ড, মোবাইল নং ও স্বামীর নামসহ জমা দিয়ে রেজিষ্ট্রেশন করানো হচ্ছে।
টেস্ট করানোর জন্য ১০০ জনের রেজিস্টেশন সম্পন্ন হলে তবেই ক্যাম্প স্থাপন করা হচ্ছে। রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর খোরশেদ তালুক সরকারি কমিউনিটি ক্লিনিকে ইতোমধ্যে ৩০ জনের রেজিস্ট্রশন সংগ্রহ হয়েছে।