আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

মহেশখালীর শাপলাপুরে যুব ফোরামের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি


সরওয়ার কামাল, মহেশখালীঃ উপজেলার শাপলাপুর ইউনিয়নে যুব ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) চকরিয়া ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ হাজার ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শাপলাপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু ছালেহ। অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল।

আরও পড়ুন মহেশখালীতে ভূমি সপ্তাহ উদযাপনে শোভাযাত্রা ও আলোচনা সভা

বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এম জসিম উদ্দিন মাহমুদ, শাপলাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা শফিউল আলম, শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শাপলাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোক্তার আহমেদ, শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু সুফিয়ান।

উপস্থিত ছিলেন শাপলাপুর যুব ফোরামের সহসভাপতি কাইছার হামিদ, সহসভাপতি খালেদা হক, সাধারণ সম্পাদক ছাদেক হোসেন খোকা, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সদস্য মোজাফফর আহমদ, জাকের হোসাইন প্রমুখ। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে শাপলাপুর ইউনিয়ন যুব ফোরামের সকল সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর