আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার (১৩ জানুয়ারি) রাত ৯ টায় আগ্রাবাদ সিলভার রেস্টুরেন্টেে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আরিফুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ডা.মো.হাসান মুরাদ চৌধুরী। ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদ।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা, একমি ল্যাবরেটরিজ লিমিটেড চট্টগ্রামের সেলস্ ম্যানেজার মোহাম্মদ ফয়সাল সরকার, ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক ডা.মোয়াজ্জেম হোসেন চৌধুরী, হোসনে আরা মুন্নি মোহাম্মদ ফয়সাল, ডা.বদরুন নাহার, মো.শওকত আকবর, ডা.জামান আহম্মেদ, ডা.তানজিনা জাহান সায়মা, ডা.তাসনিম পিউলী, ডা.মঈন উদ্দিন, সাংবাদিক এস কে সাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলাউদ্দিন ফারুক, মো.নজরুল ইসলাম, প্রাইভেট চিকিৎসক কল্যান সমিতির সভাপতি মো.মারুফ রহমান মনু, আনোয়ার হোসেন রাসেল, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন ডা.আজিজুল হাকিম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর