আজ ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক


অনলাইন ডেস্ক

বাড্ডা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

প্রথমে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। পরে রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলায় বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগেও বিভিন্ন মামলায় আনিসুল হককে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

আলামিন হত্যাআনিসুল হকসাবেক আইনমন্ত্রী আনিসুল হক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর