সম্প্রতি ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাজমা হোসাইন এর সভাপতিত্বে রেগুলার ক্লাব মিটিং এ লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর এর ২০২৪- ২০২৫ সেবাবর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ক্লাব সদস্যদের সর্বসম্মতিতে ক্লাব প্রেসিডেন্ট হিসেবে লায়ন নোবেল কিশোর চৌধুরী, ক্লাব সেক্রেটারী লায়ন মোঃ জালাল উদ্দিন সিকদার ও ক্লাব ট্রেজারার লায়ন তিলক চক্রবর্তী কে নির্বাচিত করা হয়।
অন্যান্যদের মধ্যে প্রথম সহ-সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী, দ্বিতীয় সহ-সভাপতি লায়ন মোঃ জামাল হোসেন, তৃতীয় সহ-সভাপতি লায়ন মোঃ হারুন অর রশিদ মান্না, মেম্বরশীপ চেয়ারপারসন লায়ন সামশুন্নাহার ফেরদৌসি ঝুমু, জয়েন্ট সেক্রেটারী লায়ন এম নুরুল আনোয়ার কে নির্বাচিত করা হয়।
এছাড়া ক্লাব এল.সি.আই.এফ কো-অর্ডিনেটর লায়ন কাজী মনিরুল ইসলাম এম.জে.এফ, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন অসিত সেন এম.জে.এফ এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন এম. এ. মুসা বাবলু এম.জে.এফ নির্বাচিত হন। সভায় উপস্থিত ছিলেন লায়ন কাজী মনিরুল ইসলাম, লায়ন অসীত সেন, লায়ন রূপক কুমার রক্ষিত, লায়ন এম এ মুসা বাবলু, লায়ন মানিক রতন শর্মা, লায়ন প্রদীপ চক্রবর্তী, লায়ন নাজমা হোসাইন, লায়ন সামশুন্নাহার ফেরদৌসী ঝুমু, লায়ন আবু ইউসুফ, লায়ন নোবেল কিশোর চৌধুরী, লায়ন প্রনব সাহা, লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন মোঃ নুরুল আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি