আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মাস্টার হাশেমের ইন্তেকালে পররাষ্ট্রমন্ত্রীর শোক


অনলাইন ডেস্কঃ রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বিএসসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

বর্ষিয়ান এ রাজনীতিবিদ মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ৮৪ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে এক ছেলেসহ, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন দেশ গড়ার ক্ষেত্রে চিটাগাং উইম্যান চেম্বার বলিষ্ট ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

শোকবার্তায় তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী মাস্টার আবুল হাশেম বিএসসি দলের বিভিন্ন গুরু দায়িত্ব কৃতিত্বে সাথে পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। বিদগ্ধ মানুষটির মহাপ্রয়াণ সত্যিই অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর