অনলাইন ডেস্কঃ রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন (বিএনপি) বেগম খালেদা জিয়া। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তার শারীরিক অবস্থা নিয়ে আজ সোমবার (১ এপ্রিল) রাতে বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে। অনলাইন ভিত্তিক প্লাটফর্ম জুম আ্যাপের মাধ্যমে তার চিকিৎসায় পরামর্শ দেবেন বিদেশি ডাক্তাররা।
এ প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় নিযুক্ত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে জুমের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে কয়েকজন চিকিৎসক।
আরও পড়ুন খালেদা জিয়ার স্বাস্থ্যে অবনতি, সিসিইউতে ভর্তি
জাহিদ হোসেন বলছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তবে তা হচ্ছে খুবই ধীরগতিতে। সে জন্য চিকিৎসকেরা চিন্তিত। আর সে কারণে দেশি–বিদেশি চিকিৎসকদের নিয়ে আজ অনলাইনে বৈঠক করে তার স্বাস্থ্যের পর্যালোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর মেডিকেল বোর্ডের সদস্যরা ওই রাতে গুলশানের বাসভবনে গিয়ে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করেন। মেডিকেল বোর্ডের পরামর্শে শনিবার রাতেই তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর খালেদা জিয়াকে শনিবার দিবাগত রাত তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
তথ্যসূত্র: প্রথম আলো