অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (২৮৯ মিমি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধস হতে পারে। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির দেয়া তথ্যানুসারে, হামুন আগামিকাল বরিশাল-চট্টগ্রাম উপকূলের ভোলার নিকট দিয়ে অতিক্রম করতে পারে। ঘুর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রামসহ সারাদেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এসময় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলো এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া অতিভারি বর্ষণের প্রভাবে পাহাড়ী অঞ্চলে ভূমি ধসের আশংকা রয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বৈরি আবহাওয়ার কারণে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা খানিকাটা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।