অনলাইন ডেস্কঃ ভারী বর্ষণের কারনে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ফলে শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসি।
সংবাদ সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, জনবহুল শহরটির রাস্তা-ঘাট, টার্মিনালসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা ইতোমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত শহরটিতে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে প্রায় ৮ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১৯৪৮ সাল থেকে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।
বন্যায় লগার্ডিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। শহরটির পয়ঃনিষ্কাষন ব্যবস্থাতেও বিপর্যয় সৃষ্টি হয়েছে।
আকস্মিক এই বন্যায় জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল। তিনি শহরের বাসিন্দাদের নিরাপদে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply