আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

দেশত্যাগে নিষেধাজ্ঞা চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীর


অনলাইন ডেস্কঃ দেশত্যাগের নিষেধাজ্ঞা পেয়েছে চট্টগ্রামে ঋণ খেলাপির মামলায় পাঁচ ব্যবসায়ী। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পৃথক দুটি মামলায় অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

দেশত্যাগের নিষেধাজ্ঞা ব্যবসায়ীরা হলেন— আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এক্সিমকের মালিক কবির উদ্দিন ভুঁইয়া, তার স্ত্রী শাম্মী কবির, মোহরা এলাকার শামসু স মিলের মালিক শামসুল আলম, তার স্ত্রী রোকেয়া বেগম এবং তার ছেলে মিজানুর রহমান।অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন হত্যামামলা: চট্টগ্রামে ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংকের কদমতলী শাখা থেকে ১১ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৮৮৭ টাকা ঋণ নেন আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স বেক্সিমকে এর মালিক কবির উদ্দীন ভূঁইয়া ও তার স্ত্রী শাম্মী কবির। তবে ঋণের বিপরীতে তাদের কোন স্থাবর সম্পত্তি না থাকায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৮ সেপ্টেম্বর তাদের পাসপোর্ট আদালতে জমা দেয়ার নির্দেশ দেন আদালত।

অন্যদিকে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ঢাকার গুলশান এভিনিউ শাখা থেকে ২০২১ সালের আগে ৬৬ কোটি টাকা ঋণ নেন নগরের মোহরা এলাকার শামসু স মিল ও মেসার্স এস এ এন্টারপ্রাইজের মালিক শামসুল আলম। বড় অংকের দায় পরিশোধ না করে দেশ ত্যাগের চেষ্টা করায় ব্যবসায়ী শামসুল আলম, তার স্ত্রী রোকেয়া বেগম ‍ও পুত্র মিজানুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী ২০ সেপ্টেম্বর পাসপোর্টসহ তাদেরকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া তারা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার (ইমিগ্রেশন) কে নির্দেশ প্রদান করেন।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর