চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) অ্যামোনিয়া প্লান্টের রিফর্মারে আগুন লাগার ঘটনায় কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে গ্যাস লিকেজ হয়ে এই অগ্নিদুর্ঘটনা হয়।
সিইউএফএল ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সিইউএফএল ইউনিটের সঙ্গে যোগ দেয় কাফকো, আনোয়ারা ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সিইউএফএল ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ সূত্র জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ বিষয়ে সিইউএফএলের অতিরিক্ত প্রধান রসায়নবিদ ও বিভাগীয় প্রধান (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, আগুন নিয়ন্ত্রণে আসছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। বর্তমানে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর