চট্টগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ করায় কয়েকটি যানবাহনের কতৃপক্ষকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় এ অভিযান পরিচালনা করে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাটি। এ সময় গাড়ির শব্দদূষণ রোধে ২টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি। জব্দ করা হয় ৬৮টি হর্ন।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম জানান, শব্দদূষণের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এর আগেও আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেশি কিছু মামলা দায়ের করেছি। আজ সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে মামলা ও জরিমানা করা হয়েছে।
সীতাকুণ্ড বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি মামলা ১০ হাজার টাকা জরিমানা ও ১ টন পলিথিন জব্দ করেছেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক মো. কামরুল হাসান, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply