আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: ‘আগামী ক্রিকেটারের খুঁজে চট্টগ্রাম বিভাগ’, কক্সবাজারে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

‘আগামী ক্রিকেটারের খুঁজে চট্টগ্রাম বিভাগ’ কক্সবাজারে বাছাই কার্যক্রম


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ ‘আগামী ক্রিকেটারের খুঁজে চট্টগ্রাম বিভাগ’ এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলায় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাছাই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন।

আরও পড়ুন কক্সবাজারে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কর্মসূচি

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক জি.এম জাহিদ ইফতেকার, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদস্য আলীরেজা তসলিম, আশরাফুল আজিজ সুজন ও ওমর ফারুক ফরহাদ প্রমুখ।

উল্লেখ্য, ১৫ থেকে ১৭ বছরের এই বাছাই কার্যক্রমে কক্সবাজার জেলার ১১২ জন ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর