অনলাইন ডেস্কঃ আইপিএলের শেষাংশের উত্তেজনা ছাপিয়ে এবার ক্রিকেট বিশ্বের চোখ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বাংলাদেশ সময় আগামী ২ জুন। তবে এর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। এরইমাঝে মাঠে গড়িয়েছে দুই প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের আগে দলগুলোকে প্রস্তুত হতে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। তবে সব দলই দুই ম্যাচ খেলছে না। গত আসরের সেমিফাইনালিস্ট ভারত খেলবে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ। এরইমাঝে মাঠে গড়িয়েছে দুই খেলা। প্রথম ম্যাচে নেপালকে ৬৩ রানে বড় হারের স্বাদ দিয়েছে কানাডা। আর দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওমান হারিয়েছে পাপুয়া নিউগিনিকে।
আরও পড়ুন যুক্তরাষ্ট্রে অনুশীলনে ব্যস্ত সাকিবরা
বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে আজ রাত সাড়ে ৯টায়। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্রই তাদের কাছে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ আবার সেই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে তারা।
এবারের বিশ্বকাপে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে দুই ম্যাচে থাকছে বাংলাদেশ। আবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রস্তুতি ম্যাচে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নামছে না। নিজেদের স্কোয়াডের মাঝেই তারা ম্যাচ খেলবে।
টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রস্তুতি ম্যাচের সময়সূচী: ২৭ মে
১) কানাডা বনাম নেপাল (কানাডা ৬৩ রানে জয়ী)
২৮ মে
১) ওমান বনাম পাপুয়া নিউ গিনি (ওমান ৩ উইকেটে জয়ী)
২) নামিবিয়া বনাম উগান্ডা
৩) শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
৪) বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা
মে ২৯
১) অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা
২) দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ, বাংলাদেশ সময় রাত ৯টা
৩) আফগানিস্তান বনাম ওমান, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা
মে ৩০:
১) স্কটল্যান্ড বনাম উগান্ডা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
২) নেপাল বনাম USA, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা
মে ৩১:
১) নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ সময় রাত সাড়ে ১টা
২) নেদারল্যান্ড বনাম কানাডা, বাংলাদেশ সময় রাত ২টা
৩) ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা
৪) আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
৫) স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
জুন ১:
১) ভারত বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
কোন খেলা কোথায় দেখা যাবে?
বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ১৬ ম্যাচের সূচি থাকলেও মাত্র দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম বাংলাদেশ। ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রস্তুতি পর্বের এই দুই ম্যাচ হটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট
Leave a Reply