বুধবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২ নভেম্বর নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে আজ মঙ্গলবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়া ও মোহরার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২ নভেম্বর ২০২২ (বুধবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন ১১ কেভি টাউন পূর্ব ফিডার (আংশিক)। সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ১১ কেভির মোহরা-০৪নং ফিডারের আওতায় মকবুল সারেং বাড়ি এলাকাসমূহে সম্পূর্ণ বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
তথ্যসূত্র: পূর্বকোণ