আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইএমএফ ঋণ

২ সপ্তাহের মধ্যে আইএমএফ ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত


আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মদ্র্রা তহবিল (আইএমএফ) থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আইএমএফ দল তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে। আমরা ব্যাংকিং এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দুই সপ্তাহের মধ্যে ৪.৫ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশকে ঋণ দেওয়ার চলমান আলোচনার অংশ হিসেবে আজ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। এর আগে জুলাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলায় আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দিয়েছিল। দুই সপ্তাহ আগে ওয়াশিংটনে এক বৈঠকে আইএমএফ ঋণের প্রাথমিক অনুমোদন দেয়।

ঋণের শর্তাবলী নিয়ে আলোচনা করতে সম্প্রতি ঢাকায় এসেছে আইএমএফের একটি দল। বাংলাদেশে আইএমএফ মিশন চিফ রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফ দলটিও সফরের সময় অন্য স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর