আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে চায় এফবিসিসিআই


অনলাইন ডেস্কঃ রমজান মাসে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে একশ্রেণীর ব্যবসায়ী। অতিরিক্ত মুনাফার লোভে বাড়ানো হয় দাম। আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে এমন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সে জন্য উদ্যোগী হচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের সঙ্গে আজ বৈঠকে বসবে সংগঠনটি। এতে সভাপতিত্ব করবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। সভায় বাজার নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এফবিসিসিআই-সংশ্লিষ্টরা জানান, পণ্যের আমদানি, উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সরবরাহের ক্ষেত্রে সরবরাহ চেইন নির্বিঘ্ন রাখা জরুরি। সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে বাজারে পণ্যের সংকট সৃষ্টি হয়।এর ফলে মূল্য বৃদ্ধি পায়। বাজারে পণ্যপ্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব হলে কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না।

আরও পড়ুন এনবিআরকে যে কারণে চিঠি দিয়েছে এফবিসিসিআই

এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমাদের মূল কথাই হলো সরবরাহ চেইন ঠিক রাখা। সরবরাহ চেইন ঠিক থাকলে পণ্য পাওয়া যায়। আর সরবরাহ চেইনে যাতে কোনোরকম সমস্যা না হয়, কেউ যাতে সংকট তৈরি করতে না পারে সে লক্ষ্যেই আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসব।’

বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এতে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর