আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিশ্বের মুসলিম দেশগুলোর ব্যবসায়ী সংস্থার আমন্ত্রণ পেলেন ফজলুল আজিম


বিশ্বের মুসলিম দেশগুলোর ব্যবসায়ীদের সংস্থা ‘গ্লোবাল মুসলিম বিজনেস ফোরম’ জিএমবিএফের সম্মলনে যোগ দিচ্ছেন তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। জিএমবিএফের আমন্ত্রণে আগামী ২৭ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে এ প্রতিনিধিদল আগামী ২৭ নভেম্বর চট্টগ্রাম ত্যাগ করবেন।

বিষয়টি নিশ্চিত করে এ প্রসঙ্গে সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একটি পোস্ট (স্ট্যাটাস) দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্বের মুসলিম দেশগুলোর ব্যবসায়ীদের সংস্থা জিএমবিএফ এর আমন্ত্রণ পেয়েছি।’

প্রসঙ্গত, পর্যটন, আইটি খাতে বিনিয়োগে তথ্য বিনিময়, তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ ও ব্যবসায়ীদের নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলাই এ সম্মেলনের লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর