অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। এ সময়ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন নুরপুর এলাকার একাধিক মামলার আসামি হান্নান মিয়া মেম্বার ও আব্দুল্লাহপুর এলাকার কবির ভুঁইয়ার ছেলে নাঈম মিয়া।
ফকিরমোড়া বিউপির কমান্ডার জামাল উদ্দিন জানান, ভারতে পালিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সাবেক এমপিসহ দুই সহযোগীকে আটক করা হয়।
শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।