আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির বিক্ষোভ ওসমাবেশ

বিএনপির বিক্ষোভ সমাবেশ চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে


এইচ.এম.সাইফুদ্দীন,ফটিকছড়ি:

ফটিকছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফটিকছড়িতে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্দ্যোগে উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী চাঁদাবাজ, সন্ত্রাস,থানার দালাল ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি ফটিকছড়ি পৌরসভা ১ন রোড থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ সত্তরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী।

সঞ্চালনায় বক্তব্য রাখেন

উপজেলা বিএনপির সদস্য ও হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মুহাম্মদ হাসানের ।নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল,ভুজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম তালুকদার। মহিলাদলের সভানেত্রী তাসলিমা আক্তার মনি, দাঁতমারা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, বক্তপুর বিএনপির সচিব জাহেদুল আলম মেম্বার, ভুজপুর বিএনপির সচিব ডা. রুবেল, সুয়াবিল বিএনপির সচিব রাসেল, শ্রমিকদলের সভাপতি নুরুল আলম মেম্বার, পৌর বিএনপির সদস্য মাবুদ মুন্সি, আমান উল্লাহ চৌধুরী, মাওলানা নুরুল আলম, জাফত নগর বিএনপির সচিব আনোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শওকত উল্লাহ চৌধুরী বলেন ।উপজেলা বিএনপির কোনো নেতার নামে বা অন্য কারও নামে চাঁদাবাজি বন্ধে তারা ঐক্যবদ্ধ ।ফটিকছড়িতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। তারা শান্তি ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাবেন বলে জানান।তিনি আরো বলেন বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী,থানার দালালী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর