আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু বাংলাদেশ ও বাঙালি জাতিসত্ত্বার ধারক ও বাহক: নুরুল আবছার চৌধুরী


চাটগাঁর সংবাদ ডেস্কঃ সাতকানিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ ও বাঙালি জাতিসত্ত্বার ধারক ও বাহক। তার লালিত স্বপ্ন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়িত হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় নুরুল আবছার চৌধুরী বলেন, ‘১৫ আগস্ট কালরাতে একদল বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর বিভিন্ন বাধাবিপত্তি পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সেই শোককে শক্তিতে পরিণত করা হয়েছে। বর্তমানে যোগ্য নেতৃত্বের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

এসময় ১৫ আগস্টের শহীদদের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদেরের সভাপতিত্বে আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. রকিবুল হক দীপু ও মোহাম্মদ কামাল উদ্দীন, কলেজ শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইউনুছ, কলেজ ছাত্রী জাকিয়া সোলতানা, রহিমা আকতার প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর