আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: ফটিকছড়িতে শীতকালীন সবজি আবাদ করছেন কৃষক

ফটিকছড়িতে শীতকালীন সবজির বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের


মোহাম্মদ সানিফ চৌধুরী, ফটিকছড়িঃ ফটিকছড়ির হারুয়ালছড়িতে হালদার পাশ ঘেরা চরে শীতকালীন সবজি আবাদে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। প্রায় ৪০০ বিঘার বেশি জমিতে মিষ্টি কুমড়া, মরিচ, বেগুন, শীম, মূলা, বিভিন্ন ধরনের শাকসহ সাথি সবজির আবাদ করেছেন শতাধিক কৃষক। রাত-দিন পরিশ্রমে এবার বাম্পার ফলনের প্রত্যাশা এসব কৃষকের।

সরজমিন দেখা গেছে, অধিকাংশ কৃষক তাদের বর্গা জমিতে চাষ করে এই ফসল ফলায় এবং তাদের মধ্যে অনেক কৃষক প্রায় ২ কিলোমিটার হেটে এ জমিতে চাষ করতে আসেন।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সারের অতিরিক্ত দামের কারনে চাষাবাদে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। অনেকে পর্যাপ্ত সার কিনতে পারছেন না। ফলে অতিরিক্ত ফসল ফলানোর ইচ্ছা থাকলেও অভাবের কারনে তা যেন আর হয়ে উঠছে না।

আরও পুড়ন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

কৃষকরা বলছেন, সরকারের প্রতি তাদের আকুল আবেদন যেন সারের দাম অন্তত কৃষকদের নাগালের ভেতর আনা হয়। তাহলে সবজি আবাদ বাড়বে এবং ফটিকছড়ি ও আশেপাশের উপজেলায় সাধারণ মানুষ স্বল্প দামে এসব সবজি ক্রয় করে খেতে পারবেন।

সেচের পানির সমস্যা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, পানির আপাতত কোনো সমস্যা নেই। কারণ ভূজপুর থানাদিন কাজিরহাট এলাকার  রাভারড্রাম থেকে পানি ছাড়লে সেই পানি হালদা নদীর মাধ্যমে চাষের জন্য ব্যবহার করে কৃষকরা।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষকদের এই শীতকালীন সবজি ফটিকছড়ি ও আশেপাশের এলাকার সকল বাজারে বিক্রির জন্য নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর