চন্দনাইশ সংবাদদাতাঃ
চন্দনাইশ উপজেলার বরমায় "পাঠশালা" একাডেমিক কোচিং সেন্টারে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি (২৯ অক্টোবর) শনিবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক মো. আসিফের সভাপতিত্বে এবং পরিচালক ও শিক্ষক সাইফুল ইসলাম মিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। প্রধান বক্তা ছিলেন ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি প্রকৌশলী রকিবুল হুদা চৌধুরী, শিক্ষক আবু রাশেদ হাসান কুতুবী, আরমান হোসাইন, নাইমুল হক চৌধুরী রাফসান ও মোহাম্মদ রায়হান।
বক্তারা বলেন- মানসম্মত শিক্ষা উন্নতি ও প্রগতির প্রধান মাধ্যম। আজকের শিক্ষার্থীরাই সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজের এবং দেশের উন্নয়নে অংশীদার হবে। এজন্য তাদের সাফল্য কামনা করা হয়।