আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসির ইংরেজি বিভাগের নবীন বরণ ও বিদায়ী ব্যাচের সংবর্ধনা

আইআইইউসিতে ইংরেজি বিভাগের ৩৯তম ব্যাচের বিদায় এবং ৪৭ এর সংবর্ধনা


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের ৩৯তম ব্যাচের বিদায় এবং ৪৭ এর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেরি সোসাইটি (ইএলএলএস) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার ও ফ্যাকাল্টি অব আর্টস আন্ড হিউম্যানিটিজ এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জ্ঞাপন এবং নবীনদের স্বাগতম জানান।

ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইংলিশ ইএলএলএস এর প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম। আরও উপস্থিত ছিলেন ইএলএল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন শরীফ, ফিমেল কো অর্ডিনেটর এবং সহকারী অধ্যাপক ফারহিবা ফেরদৌস, সহযোগী অধ্যাপক সাজ্জাদুল করিম, সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ সানাউল করিম, সহকারী অধ্যাপক আবসার উদ্দীন, সহকারী অধ্যাপক ইউসুফ উদ্দিন খালেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. নাজমুল হুদা, সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক ড. মুহিব উল্লাহ, সহকারী অধ্যাপক আমির মোহাম্মদ খান, সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক ড. সুলতানা জাহান, সহকারী অধ্যাপক ফৌজিয়া ফাতিমা এবং প্রভাষক আয়েশা সিদ্দিকা প্রমুখ। ফুলেল শুভেচ্ছা, অতিথিবৃন্দের বক্তৃতা, কেক কাটা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন বরণ এবং প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর