মুহাম্মদ আরফাত হোসেন:
চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারী বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।
এতে সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বিদায় প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন। ভারপ্রাপ্ত প্রথামিক শিক্ষা অফিসার মো.ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা যথাক্রমে জীবন কানাই সরকার, তপন কান্তি পোদ্দার,আক্তার সানজিদা জাফর। প্রধান শিক্ষক উৎপল চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে হোসেন সরোওয়ার্দি, মো. জাকের হোসাইন, হাবিবুর রহমান, গোপাল কৃষ্ণ ঘোষ, কেশব চন্দ্র আশ্চার্য্য,আবুল কারাম আজাদ, দিলশাদ বেগম, শিরিন আফরিন, শাহিন আকতার,শিমুল বড়ুয়া, সেলিনা আকতার,আয়ুব আলী প্রমুখ।