আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেইথ’র বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম।

বিনামূল্যে চোখের চিকিৎসা: হেলথ ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছে ফেইথ


চোখের চিকিৎসা সেবা দিতে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের মানবকল্যানমুলক সংগঠন ফেইথ। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। গতকাল বৃুধবার (১৬ নভেম্বর) রাত ৮ টায় নগরীর বিবিরহাট বশর মার্কেট সংলগ্ন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়তনে এ বিষয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

ফেইথ’র সাধারণ সম্পাদক ডা. মো. সামিয়ুল করিম চৌধুরী স্বাক্ষরিত বিবৃতি থেকে আরো জানা গেছে, আগামি ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জন্মদিনে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করা হবে। ওইদিন সুবিধা ও চিকিৎসা বঞ্চিত ১০ জনকে চোখের অপারেশন করানো হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ফজলুল হক ফজু, এস এম শাহাবুদ্দিন, ডা. মো. সামিয়ুল করিম চৌধুরী, মো. ওমর ফারুখ, কামাল উদ্দিন আহমদ, ইউসুপ আলী, সরোয়ার জাহান চৌং, ডা. বরুন কুমার আচার্য, শফিকুর রহমান সুমন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর