আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রপ্তানি

ইইউ’র ২৭ দেশে রপ্তানি বাড়তে পারে ১৮ বিলিয়ন ডলার


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশে ২৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে বাংলাদেশ। যা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের বহুমুখীকরনের মাধ্যমে আরও ১৮ বিলিয়ন ডলার বাড়ানো যেতে পারে। এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ‘স্ট্রেংথেনিং বাংলাদেশ-ইইউ ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন: ইস্যুস অ্যান্ড পলিসি প্রায়োরিটিস’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।

ইআরডি সচিব শরিফা খান বলেন, ‘ইইউ সকল পরিস্থিতিতে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে সহায়তা বাড়ানোর আহ্বান জানান।’

সমীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি। সভাপতিত্ব করেন র‌্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর