অনলাইন ডেস্ক
নগরের খুলশী থানা এলাকার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পাশের গলিতে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, সেখানে এমন কোনো ঘটনাই ঘটেনি, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে পূর্ব নাসিরাবাদ শাহী মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে একটি লেগুনাতে করে কলেজ ইউনিফর্ম পরিহিত কয়েকজন শিক্ষার্থী জিইসির দিকে যাচ্ছিল। এ সময় ওমেন কলেজ মোড় এলাকায় লেগুনাটিকে থামায় কয়েকজন যুবক। তাদের হাতে লাঠিসোঁটাও দেখা গেছে। তারা শিক্ষার্থীদের লেগুনা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে এবং জিজ্ঞেস করে কোটা আন্দোলনে যাচ্ছে কিনা। তৎক্ষণাৎ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি থামানো ওই যুবকদের হাতে ককটেল সদৃশ্য কয়েকটি বস্তুও দেখা যায়। এর মধ্যে একটি ওই লেগুনার নিচে এবং আরেকটি খুলশী ১ নম্বর আবাসিক রোডের কাছে ছুড়তে দেখা গেছে।
এদিকে, বিস্ফোরণ এবং শিক্ষার্থীদের মারধরের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের দোকানিরা সাথে সাথে দোকানের শাটার লাগিয়ে দেন এবং মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ে এলাকা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহর বলেন, ‘এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমার থানা এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে।’
Leave a Reply