আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

iraq, bagdad

ইরাকের ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১০


ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি। শনিবার (২৯ অক্টোবর) রাতে পূর্ব বাগদাদে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আজ রবিবার (৩০ অক্টোবর) নিরাপত্তা বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, বাগদাদের একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে একটি গ্যারেজে বিস্ফোরণ ঘটে। গ্যারাজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে। এতে আশপাশে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের অধিকাংশই কিশোর অপেশাদর ফুটবল খেলোয়াড়। তারা বাড়ির কাছের স্টেডিয়ামে খেলছিল।

দেশটির সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের কারণ অনুসন্ধান কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর