মেয়াদোত্তীর্ণ ৩১টি কন্টেইনারের পণ্য আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ধ্বংস করার কথা রয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের। গতকাল বুধবার নিলামের অযোগ্য এমন ১৯টি কন্টেইনারের পণ্য ধ্বংস করেছে সংস্থাটি। চট্টগ্রামের আউটার রিং রোড সংলগ্ন হালিশহরের আনন্দবাজার এলাকায় দুই দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হবে।
কাস্টমস সূত্র জানায়, এভাবে আরো ৩৮৫টি কন্টেইনারের পণ্য ধ্বংস করা হবে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম শেষ হতে ১৫ থেকে ২০ দিনের মতো সময়ের প্রয়োজন হবে।
সংস্থাটি বলছে, প্রায় পাঁচ একর জায়গায় ধ্বংস কার্যক্রম পরিচালনার জন্য ক্রেন, স্কেভেটর, ট্রেলার, ট্রাকসহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। ওই জায়গা খুঁড়ে পচে যাওয়া পণ্য মাটি চাপা দেওয়া হচ্ছে।
Leave a Reply