আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এক্সিম ব্যাংকের সম্পদ মূল্যায়ন আজ থেকে শুরু


অনলাইন ডেস্কঃ দেশের বেসরকারি খাতের ব্যাংক এক্সিমের সম্পদ ও দায় মূল্যায়নে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হতে গত মাসে এ ব্যাংকের সাথে সমঝোতা স্মারক সাক্ষর করা পদ্মা ব্যাংকেও নিরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ‘রহমান রহমান হক’ প্রতিষ্ঠান এ নিরীক্ষার দায়িত্ব পালন করছে। আগামি কয়েকমাস এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

রবিবার (২১ এপ্রিল) এক্সিম ব্যাংকে নিরীক্ষার কাজ শুরু হচ্ছে। এ প্রসঙ্গে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছি। আজ থেকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে কথা রয়েছে। তারা ব্যাংকের দায় ও সম্পদ মূল্যায়ন করবে।’

ব্যাংক খাতের নানা সমস্যা সমাধানে গত ফেব্রুয়ারি মাসে একটি পথনকশা অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক। ওই পথনকশার অন্যতম বিষয় ছিল ব্যাংক একীভূত করা। সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়ার পর এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ একে অপরের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গত ১৮ মার্চ ব্যাংক দুটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

আরও পড়ুন এবার আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

একীভূত হওয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি জারি করা নীতিমালা অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষর একীভূতকরণ হওয়ার প্রথম ধাপ। একীভূত হওয়ার আগে উভয় প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের মূল্যায়ন করতে হবে। নিরীক্ষক নিয়োগ ও এই কাজের খরচ দেবে কেন্দ্রীয় ব্যাংক।

এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক ছাড়াও সিটি ব্যাংকের সঙ্গে সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংক, ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এসব ব্যাংক একীভূত করতে পৃথক পৃথক সভা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সরকারি খাতের একটি ব্যাংক বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে আপত্তি জানিয়েছে।

তথ্যসূত্র; প্রথম আলো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর