মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া গত শনিবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) তাঁর গ্রামের বাড়ি দোহাজারী পৌরসভার জামিজুরী সুমনাচার বিদর্শনারম বিহারে উপসংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে স্মৃতিচারণ ও অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক ছিলেন জামিজুরী সুমনাচার বিদর্শনারম বিহারের সভাপতি ও অধ্যক্ষ শীলরক্ষিত মহাথের।
প্রয়াত প্রফেসর তপন জ্যোতি বড়ুয়ার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক নাছরীন আক্তার।
এতে মঙ্গলাচরণ করেন পূর্ব হাশিমপুর নবরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ থের।
অনিত্য ধর্মদেশনার মাধ্যমে পারলৌকিক সদগতি কামনায় পুণ্যদান প্রদান করেন ভদন্ত তিলকাবংশ মহাথের, ভদন্ত জীনরতন মহাথের, ভদন্ত অতুলানন্দ মহাথের, ভদন্ত শীলানন্দ মহাথের, ভদন্ত বোধিরতন মহাথের, ভদন্ত সোমানন্দ মহাথের, ভদন্ত রত্নপ্রিয় মহাথের প্রমূখ।
অনিত্য সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম খান, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ রতন কুমার নাথ, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগ সদস্য লোকমান হাকিম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ চন্দনাইশ শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন প্রমূখ।
উপস্থিত সকলে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচারণ করেন। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত প্রফেসর তপন জ্যোতি বড়ুয়ার বোন রুচিরা বড়ুয়া।
সভা শেষে জামিজুরী সুমনাচার বিদর্শনারম বিহার সংলগ্ন শ্মশানভূমিতে প্রয়াত প্রফেসর তপন জ্যোতি বড়ুয়ার দাহকার্য সম্পাদন করা হয়