আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর

লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে


শেফাইল উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দ্বায়িত্ব। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়” বিকশিত যুব মানব কল্যাণ সংগঠন ” রামুর, উদ্যোগ প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সম্মেলনে কক্ষে বিকশিত যুব মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তৃনা সাহা। প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মিছবাহ উদ্দিন, উসমান গনি এলি, ডাঃ হাফেজ বজলুর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা , জনপ্রতিনিধি , সাংবাদিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা,শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংখ্যা লুঘু জনগোষ্ঠীর মধ্যে যারা উপস্থিত ছিলেন আখি মনি, ফারিয়া,মাহি। ফারিয়া বর্তমানে টিউশনি করে,আখি বিউটিশিয়ানে কাজ করে এবং মাহি চাকরি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী আমাদের সমাজে অবহেলিত। এরা আমাদের সন্তান, আমাদের বোন। এদের পুনর্বাসন করতে হবে। এদের অধিকার নিশ্চিত করতে হবে। এরা ও মানুষ এদের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দ্বায়িত্ব।বক্তারা আরো বলেন,এর চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। বিকশিত যুব মানব কল্যাণ সংগঠন এদের পুনর্বাসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এদের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল বড়ুয়া প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন এবং এই অবেহেলীত জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য কি কি করছেন এবং কি ভাবে এই ছিন্নমূল মানুষকে স্বভাবিক জীবনের ফিরিয়ে আনা হয় বর্ননা করেন। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর