শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, খাদ্য শষ্যের উৎপাদন বাড়াতে হবে। দেশে যাতে এক ইঞ্চি জমিও চাষাবাদের বাইরে না থাকে তার জন্য সকলকে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জোর গলায় বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে না। আর দুর্ভিক্ষ না হওয়ার জন্য আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তিনি গতকাল শুক্রবার দুপুরে সাতকানিয়া উপজলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া খাল পূনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। বিএডিসি চট্টগ্রাম বিভাগের নিবার্হী প্রকৌশলী ফাতেমা আক্তার জনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, বাজালিয়ার চেয়ারম্যান বাবু তাপস দত্ত, কেঁওচিয়ার চেয়ারম্যান ওচমান আলী, ধর্মপুরর চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, পুরানগড়ের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, কেঁওচয়িা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ ইউনুচ ও সাতকানিয়া উপজলা ছাত্রলীগ সভাপতি মাহাম্মদ আলী। প্রতিমন্ত্রী বলেন, আমি মন্ত্রী হিসেবে যোগদানের পর এটি আমার প্রথম নিবার্চনী এলাকায় আসা। আর এই প্রথম দিনই আমি এলাকায় বোরো চাষ বৃদ্ধির জন্য ভরাট হয়ে যাওয়া মাহালিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধন করলাম। আগামীতে আরো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও মানুষের উন্নয়নের জন্য রাত দিন পরিশ্রম করে চলছেন। কম সময়ের মধ্যে ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ার কারনে বাংলাদশ আজ বিশ্বের দরবারে উনয়নের রুল মডেলে পরিণত হয়েছে। তাই হলফ করে বলতে পারি আগামীতে আরো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হবে।
Leave a Reply