অনলাইন ডেস্ক
আজকাল স্কুল কলেজে লেখাপড়ার পরও মানুষের মান কমে যাচ্ছে, মানবীয় গুণাবলি কমে যাচ্ছে। ১৫ লাখ টাকার ছাগল, কোটি টাকার গরুর খবর জানেন। বিদ্যার সঙ্গে পবিত্র হৃদয়ের উন্মেষ ঘটাতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, এটাই তাকওয়া৷
শনিবার (৬ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এসব কথা বলেন।
আহলে বায়তে রাসূলের স্মরণে নগরের দামপাড়ার জমিয়তুল ফালাহ মসজিদে ৩৯তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সোমবার (৮ জুলাই) শুরু হচ্ছে। ১০ দিনব্যাপী মাহফিলের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্ষদ। বিশ্বের ইসলামি স্কলারদের মাহফিলে মহাপুরুষের মহামিলন হবে।
দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদ প্লাজায় মাহফিল চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন আসর নামাজের পর থেকে মাহফিল শুরু হবে।
ইরাকের বাগদাদ শরিফের বড় পীর হজরত আব্দুল কাদের জিলানির (র.) আওলাদ আশ্-শাইখ আস্-সৈয়দ আল্লামা আফিফুদ্দিন আল্ জিলানি আল বাগদাদি, কায়েদে মিল্লাত শাহ সুফি মাহমুদ আশরাফ আস-সিমনানি, শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নূরানি মিয়া আশরাফি, হজরত সৈয়দ আশরাফ আল আশরাফি, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি আহলে বায়েতের স্মরণে আলোচনা করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন, খুরশিদুর রহমান, সাইফুদ্দিন, সিরাজুল মোস্তফা, আবদুল হাই মাসুম, অধ্যাপক ড. জাফর উল্লাহ, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, দিলশাদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শফি, জাফর আহমেদ সওদাগর, মাহবুবুল আলম, শাহজাদা মোহাম্মদ শফিউল আজম।
খতিবে বাঙাল মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরি ১৯৮৬ সালে জমিয়াতুল ফালাহ কমপ্লেক্স প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজরী নববর্ষ, মাহে মুহররম ও আহলে বায়তে রাসূলের স্মরণে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় এ বছর ৩৯তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply