ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস লাইনের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উদ্ধারের জন্য বায়েজিদ লিংক রোডে অভিযান চালিয়েছে একাধিক সরকারি সংস্থা। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সিডিএ, পরিবেশ অধিদফতর, সিটি করপোরেশন ও কেজিডিসিএল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় লিংক রোডের দুই পাশের স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, লিংক রোডের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উচ্চ মাত্রার গ্যাস পাইপলাইনের ওপর নির্মাণ করা শতাধিক স্থাপনা অপসারণ করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।