আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এশিয়ার নবায়িত জ্বালানী খাতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ইউরোপ


অনলাইন ডেস্কঃ এশিয়ায় ৫০ কোটি ডলারের জলবায়ু বিনিয়োগ কৌশল চালু করতে যাচ্ছে ইউরোপ। এ উদ্যোগের লক্ষ্য এশিয়ায় ক্রমবর্ধমান কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ মোকাবেলা করা। জার্মান রাষ্ট্রীয় মালিকানাধীন উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এবং ডাচ ডেভেলপমেন্ট ব্যাংক এফএমওর সহযোগিতায় সুইস ইমপ্যাক্ট ইনভেস্টর রেসপন্সিবিলিটি ইনভেস্টমেন্টস এ টাকা বিনিয়োগ করবে। খবর নিক্কেই এশিয়া।

কেএফডব্লিউ এবং এফএমও কৌশলটিতে মূল বিনিয়োগকারী হিসেবে কাজ করছে, যা কম কার্বন নিঃসরণ করে এমন প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

সুইস ইমপ্যাক্ট ইনভেস্টর রেসপন্সিবিলিটি ইনভেস্টমেন্টসের জলবায়ু অর্থায়নের প্রধান এউ ভাও ডার মোলেন জানান, তাদের বিনিয়োগ কৌশল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আবেদন তৈরি করেছে। যারা মূলত তাদের বিনিয়োগ থেকে পরিবেশগত প্রভাব এবং আর্থিক মূল্য উভয় খুঁজছেন।

জলবায়ু বিনিয়োগ কৌশলটি একটি মিশ্র আর্থিক বিনিয়োগ পদ্ধতি ব্যবহার করছে। উচ্চ প্রভাব রাখবে এমন প্রকল্পগুলো তৈরিতে বেসরকারি মূলধনের পাশাপাশি সরকারি তহবিলকেও একত্রিত করবে। ৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য অংশ বেসরকারি মূলধন থেকে আসবে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাসের পাশাপাশি এশিয়ায় জলবায়ু প্রতিবন্ধকতা মোকাবেলায় কাজ করার সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুন বাংলাদেশের সাথে যৌথভাবে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টার গড়ার আগ্রহ ইতালির

বিনিয়োগ কৌশলটি নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারি সঞ্চয়, ইলেকট্রো (ই) মোবিলিটি এবং জ্বালানি সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোয় মনোনিবেশ করবে। এশিয়া গ্রিনহাউজ গ্যাসের বৃহত্তম নির্গমনকারী। এখানে ২০৫০ সালের মধ্যে জ্বালানির চাহিদা বৃদ্ধির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে অংশীদারদের জলবায়ুবান্ধব প্রযুক্তি ও অবকাঠামোয় বিনিয়োগ অত্যন্ত জরুরি। এউ ভাও ডার মোলেন দায়িত্বশীল উদ্যোগের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘‌এটি বিনিয়োগকারীদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি সুযোগ তৈরি করে দিয়েছে। বিনিয়োগ সফলভাবে চালু হলে তা এশিয়ায় ব্যবসায়ের জন্য মূলধন জোগানের সঙ্গে সঙ্গে কার্বন ফুটপ্রিন্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সুইস ইমপ্যাক্ট ইনভেস্টর রেসপন্সিবিলিটি ইনভেস্টমেন্টস, কেএফডব্লিউ এবং এফএমওর এশিয়ায় জলবায়ুসম্পর্কিত প্রকল্পগুলোয় বিনিয়োগের ইতিহাস রয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা এবং আফ্রিকাজুড়ে কৃষি ও খাদ্যে বিনিয়োগের লক্ষ্য নিয়ে এর আগে তারা ১০ কোটি ৬০ লাখ ডলার সংগ্রহ করেছিল।

এশিয়া অঞ্চলে কেএফডব্লিউর চীনা ক্লিন ওয়াটার পরিচালনাকারী সিলভার ড্রাগন ওয়াটার সাপ্লাই গ্রুপের জন্য ২ কোটি ৫০ লাখ ডলারের ঋণ সুবিধা দিয়েছিল। আর থাই মাইক্রোফাইন্যান্স সরবরাহকারী মুয়াংথাই ক্যাপিটালকে ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়ন করেছিল।

ভাষান্তর: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর