অনলোইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে
আওয়ামী লীগ সরকারের নেয়া ১০টি বিশেষ উদ্যোগের উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করছে চট্টল ইয়ুথ কয়ার। ২৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ঝাউতলা বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, হাটহাজারীর আনন্দ মডেল স্কুল এন্ড কলেজ, চান্দগাঁও সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি চট্টল ইয়ুথ কয়ার’র আহ্বায়ক সুজিত দাশ অপুর পাঠানো সংবাদ বিবৃতি থেকে জানা গেছে, ‘দেশের সাধারণ মানুষের কল্যাণ কামনায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এই ১০টি বিশেষ উদ্যোগের কারণে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। বিষয়গুলো ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের জানার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে একটি ব্যতিক্রর্মী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত এই ১০টি বিশেষ উদ্যোগের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়সহ দেশের প্রত্যেক বিভাগে বিভাগীয় কমিশনার মহোদয়ের বরাবরের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা বিষয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। প্রয়োজনে বিস্তারিত জানার জন্য অরুণ চন্দ্র বণিক (০১৮৮০-২৩৮২০৫)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।’