মো: নুুরুল কবির রিফাত
আগামী অক্টোবর মাসে জেলা পরিষদ নির্বাচন শুরু হবে বলে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।
আগামী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সুযোগ্য একান্ত সচিব,সাবেক ছাত্রনেতা,তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী।
তিনি ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিধায় সকল মহিলা মেম্বারসহ জনপ্রতিনিধিদের সাথে কয়েকটি বৈঠক করেছেন। তাছাড়া তিনি গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিতও করেছেন।
জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে আগামী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচনে অংশ নিবো। ইতিমধ্যে মেম্বারদের সাথে কয়েকটি বৈঠকও হয়েছি। তারা আমাকে বেশ সাড়া দিয়েছে। সকলের কাছে আমি দোয়া,ভালবাসা ও সহযোগীতা কামনা করছি।