আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সাতকানিয়ায় সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন ৪ হাজার ছাড়িয়েছে


মো. ইকবাল হোসেন, সাতকানিয়াঃ সর্বজনীন পেনশন স্কিমে চার হাজারের বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। এ উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বেসরকারি চাকরিজীবী, ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, মধ্যবিত্ত শ্রেণী, মৎস্যজীবী, পরিবহন শ্রমিক থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত পেনশন স্কিমের আওতায় আসতে রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন।

উপজেলা প্রশাসন জনসাধারণ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে নিয়ে সর্বজনীন পেনশন স্কিমের নানাবিধ উপকারিতা জানাতে মাইকিং, লিফলেট বিতরণ, অবহিতকরণ সভা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে সর্বজনীন পেনশন স্কিম হেল্প ডেক্স স্থাপন, সকল ইউনিয়ন ভূমি অফিসে হেল্প ডেক্স স্থাপন এবং বিভিন্ন গ্রোথ সেন্টারে স্পট রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে এটি বেগবান করছেন। সেইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে যারা রেজিস্ট্রেশন কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে উপজেলা সমন্বয় সভায় পুরস্কার প্রদান করার মাধ্যমে উৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন সর্বজনীন পেনশনে কেএসআরএম এর অনন্য উদ্যোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করতে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন অবহিতকরণ সভায় বক্তব্য দিয়ে জনসাধারণকে অনুপ্রাণিত করেছেন। স্থানীয় পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা স্থানীয়ভাবে মাইকিং, অবহিতকরণ সভা ও লিফলেট বিতরণ করে জনসাধারণকে এই বিষয়ে উদ্বুদ্ধ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস এ প্রসঙ্গে চাটগাঁর সংবাদকে বলেন, ‘সাতকানিয়ায় সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশনে যে সাড়া পাওয়া গেছে, সেটি উৎসাহব্যঞ্জক। এই পর্যন্ত আমরা ৪ হাজার পেনশনারের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। সামনের দিনগুলোয় সর্বজনীন পেনশনে আগ্রহী মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি। আমরা এই কার্যক্রমকে সফল করতে নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিরা এই কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর